• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯

সারা দেশ

সুন্দরগঞ্জে যুবলীগ সভাপতি হত্যা মামলায় গ্রেফতার-৬

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৪ নভেম্বর ২০২৩

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ২ নম্বর সোনারায় ইউনিয়ন যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম (৪০) খুনের ঘটনায় ২৩ জন নামীয় ও ২০ জন অজ্ঞাত ব্যক্তির নামে সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। পুলিশ এজাহার নামীয় ২ জনসহ ৬ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, গত সোমবার বিকেলে নিহত জাহিদুল ইসলামের বোন আঞ্জুয়ারা  বেগম বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় এ হত্যা মামলা দায়ের করেন।

মঙ্গলবার থানাপুলিশ পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যার্টাজী বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃতদে রজিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি। তবে তদন্তের সার্থে তাদের নাম পরিচয় জানাতে অস্বীকৃতি জানান ওই পুলিশ কর্মকর্তা মিলন কুমার চ্যার্টাজী।

সুন্দরগঞ্জ থানাঅফিসার ইনচার্জ (ওসি) কে এম আজমিরুজ্জামান জানান অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য চিরুনী অভিযান চলছে।

উল্লেখ্য, গত রোববার দিবাগত রাত ১১.৩০ ঘটিকার সময় জাহিদুল ও কবির মিয়া মোটরসাইকেলে বাড়ী ফিরছিলেন। ফেরার পথে পথিমধ্যে সাখামারা ব্রিজ এলাকায় তাদের গতিরোধ করে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে জাহিদুলের দুইহাত-পায়ের রগ কেটে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। আর লাঠি দিয়ে আহত করে কবিরকে। আর এই হামলায় নিহত হোন জাহিদুল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads